Bangla
2 days ago

জিআই সনদ পেল আরও ২৪ দেশীয় পণ্য

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

নতুন করে আরও ২৪টি দেশীয় পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

নিবন্ধন সনদপ্রাপ্ত ২৪ টি ভৌগোলিক নির্দেশক পণ্য (ব্রাকেটে সনদ নম্বর) : নরসিংদীর লটকন (৩২), মধুপুরের আনারস (৩৩), ভোলার মহিষের দুধের কাঁচাদই (৩৪), মাগুরার হাজরাপুরী লিচু (৩৫), সিরাজগঞ্জের গামছা (৩৬), সিলেটের মনিপুরি শাড়ি (৩৭), মিরপুরের কাতান শাড়ি(৩৮), ঢাকাই ফুটি কার্পাস তুলা(৩৯), কুমিল্লার খাদি(৪০), ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি (৪১), গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা (৪২), সুন্দরবনের মধু (৪৩), শেরপুরের ছানার পায়েস (৪৪), সিরাজগঞ্জের লুংগি (৪৫), গাজীপুরের কাঁঠাল (৪৬), কিশোরগঞ্জের রাতাবোরো ধান (৪৭), অষ্টগ্রামের পনির (৪৮), বরিশালের আমড়া (৪৯), কুমারখালীর বেডশিট (৫০), দিনাজপুরের বেদানা লিচু (৫১), মুন্সীগঞ্জের পাতক্ষীর (৫২), নওগাঁর নাকফজলি আম (৫৩), টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশ (৫৪) এবং ঢাকাই ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ (৫৫)।

সভায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের গানগুলোর অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট পেটেন্টের আওতায় এনে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে পারলে শিল্পীরা টিকে থাকার সুযোগ পাবেন।

শেয়ার করুন