
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে থাকায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমে এ বিষয়ে একটি বার্তা পাঠান।
বার্তায় জানানো হয়, কোভিড-১৯ এর সংক্রমণের হার বাড়ার প্রেক্ষাপটে জনসমাগমপূর্ণ যেকোনো স্থানে মাস্ক পরতে নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের এ ধরনের ভিড়পূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত কোভিড-১৯ বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশে মোট এক কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

For all latest news, follow The Financial Express Google News channel.