Bangla
a year ago

জনতা ব্যাংকে এমডি হিসেবে যোগ দিয়েছেন মো: মজিবর রহমান

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে ৭ নভেম্বর ২০২৪ তারিখে যোগদান করেছেন মো: মজিবর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগে সরকারের সম্মতি প্রদান করা হয়, খবর প্রেস বিজ্ঞপ্তির।

এর আগে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

মো: মজিবর রহমান ১৯৯৮ সালে রূপালী ব্যাংক পিএলসি-এর সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার শাখাব্যবস্থাপক, জোনাল অফিসের হেড, বিভাগীয় কার্যালয়ের প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রূপালী ব্যাংক পিএলসি-এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্স ইন এগ্রিকালচারাল ইকনমিক্স এবং এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ও ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনেও তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং বেশ কিছু গবেষণামূলক প্রবন্ধ স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে।

মজিবর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আজীবন সদস্য এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি ও আজীবন সদস্য।

শেয়ার করুন