জোটবদ্ধ হয়ে ডাকসুতে লড়বে বামপন্থীরা: ভিপি প্রার্থী ইমি, জিএস মেঘমল্লার বসু
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোট।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন জোটের নেতারা।
প্রার্থী তালিকা (আংশিক)
ভিপি পদে: শেখ তাসনিম আফরোজ ইমি (শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি)
জিএস পদে: মেঘমল্লার বসু (ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি)
এজিএস পদে: জাবির আহমেদ জুবেল
মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক পদে: মোজাম্মেল হক
ফরম সংগ্রহের পর এক সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন মেঘমল্লার বসু। দাবি বাস্তবায়নের মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীবান্ধব ডাকসু গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।