প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপিল শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (২২ মে) দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই শুনানির দিন ঠিক করেন।
এর আগে, গত ১৪ মে হাইকোর্ট জোবাইদা রহমানকে জামিন দেন এবং তার সাজার বিরুদ্ধে করা আপিল গ্রহণ করেন।
ওই দিন আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। সহকারী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ ও জাকির হোসেন।