জুলাই আন্দোলনে আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণে ১,৩৪৪ কোটি টাকার প্রকল্প
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের জন্য ঢাকায় বিনা মূল্যে ফ্ল্যাট নির্মাণে নতুন প্রকল্প নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
মিরপুর ৯ নম্বরে সরকারি জমিতে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১,৩৪৪ কোটি টাকা। পুরো অর্থ আসবে সরকারি কোষাগার থেকে।
এই প্রকল্প বাস্তবায়ন করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রতিটি ফ্ল্যাট হবে ১,২৫০ বর্গফুটের, যেখানে দুটি শয়নকক্ষ, একটি ড্রয়িংরুম, একটি লিভিং রুম, একটি ডাইনিং স্পেস, রান্নাঘর ও তিনটি টয়লেট থাকবে। বিশেষভাবে আহত ব্যক্তিদের জন্য একটি কক্ষে থাকবে আলাদা সুযোগ-সুবিধা।
গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, আগামী চার বছরে এই প্রকল্পের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হবে। কারা ফ্ল্যাট পাবেন, তা ঠিক করা হবে পরে। জুলাই অধিদপ্তর, গৃহায়ণ কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে এই তালিকা চূড়ান্ত হবে।
এর আগে শহীদ পরিবারদের জন্য মিরপুর ১৪ নম্বরে ৮০৪টি ফ্ল্যাট নির্মাণে ৭৬২ কোটি টাকার একটি পৃথক প্রকল্প গ্রহণ করা হয়।
আহতদের প্রকল্পের জমিটি নিচু হওয়ায় ভূমি উন্নয়নে ১২ কোটি টাকার অতিরিক্ত ব্যয় হতে পারে। এ ছাড়া ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পে সমীক্ষা বাধ্যতামূলক হলেও, এই প্রকল্পে তা হয়নি।
সরকারি তথ্যমতে, জুলাই আন্দোলনে এখন পর্যন্ত ১,৪০১ জনকে গুরুতর আহত এবং ৮৩৪ জনকে শহীদ ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউবা অঙ্গহানি বা কর্মক্ষমতা হারিয়েছেন। এসব বিষয় বিবেচনায় রেখে ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
মোট ১৫টি ভবন নির্মাণের মাধ্যমে এই প্রকল্প ২০২৯ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। শহীদ ও আহতদের পরিবার ইতোমধ্যেই এককালীন অর্থ, সঞ্চয়পত্র এবং মাসিক ভাতা পাচ্ছে। এবার তাদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে এগিয়েছে সরকার।