Bangla
3 days ago
জুলাই ঘোষণাপত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অন্তর্ভুক্তির দাবি শিক্ষার্থীদের
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই ঘোষণাপত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছেন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই ঘোষণাপত্র: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানান তারা। অনুষ্ঠানটির আয়োজন করে পুনাব।
আলোচনায় বক্তারা বলেন, অভ্যুত্থানের নয় মাস পার হলেও এখনও “জুলাই আকাঙ্ক্ষা” বাস্তবায়িত হয়নি। ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে সব অংশীজনের মতামত গ্রহণ জরুরি।
তারা অভিযোগ করেন, জুলাই পরবর্তী রাষ্ট্র গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনোভাবে অন্তর্ভুক্ত করা হয়নি, যা হতাশাজনক। বক্তারা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান।