জুলাই গণহত্যা: রাজসাক্ষী হওয়ায় শর্তস্বাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় শর্তসাপেক্ষে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শনিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালের দেওয়া আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে ১০ জুলাই মামুন নিজের ও সঙ্গীদের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হতে সম্মতি দেন।
আদেশে বলা হয়, মামুন জুলাই গণহত্যায় জড়িত বিস্তারিত তথ্য তুলে ধরবেন এবং ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী সাক্ষ্য দেবেন, এই শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তাকে অন্য বন্দিদের থেকে আলাদা রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
চৌধুরী মামুনের আইনজীবী জায়েদ বিন আমজাদ জানান, রাজসাক্ষী হিসেবে দায় স্বীকার করে মামুন ট্রাইব্যুনালকে সহায়তা করলে তবেই এ ক্ষমা কার্যকর হবে।
গত ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে মামুন বলেন, "জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি এবং রাজসাক্ষী হয়ে আদালতে সব তথ্য তুলে ধরতে চাই।"