প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণের সময় তৎকালীন সরকারি দলের আক্রমণে শহীদ বা আহত ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করতে একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার (২১ ডিসেম্বর) গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নাম চূড়ান্ত করার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪টি জেলার জেলা কমিটি এবং গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল একযোগে কাজ করছে। এর অংশ হিসেবে প্রথম ধাপের খসড়া তালিকা বিশেষ সেলের ওয়েবসাইটে (https://musc.portal.gov.bd) প্রকাশ করা হয়েছে। এই খসড়া তালিকা আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শহীদ ও আহতদের তালিকায় থাকা নাম, ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করার জন্য শহীদ ও আহতদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের মতামত দিতে অনুরোধ করা হয়েছে। যদি কারও কোনো মতামত বা পরামর্শ থাকে, অথবা নতুন কোনো তথ্য সংযোজন বা সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান বিশেষ সেলের ইমেইলে (muspecialcell36@gmail.com) পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।