প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদ থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ মে) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে স্নিগ্ধ নতুন সিইও হিসেবে লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবরের নাম ঘোষণা করেন। তিনি জানান, ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য সংখ্যা ছয়জন। সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং তার জায়গায় স্নিগ্ধকে নতুন সদস্য করা হয়েছে।
স্নিগ্ধ বলেন, এপ্রিল ২০২৫ পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। এ পর্যন্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন যে অনুদান পেয়েছে, তার ওপর ভ্যাট-ট্যাক্স মওকুফ করা হয়েছে। এছাড়া কল সেন্টার চালু করা হয়েছে। আইনি সহায়তা হিসেবে পাঁচটি মামলা করা হয়েছে এবং শহীদ ও আহত পরিবারের জন্য ১২টি আইনি সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১০০ জন শহীদ পরিবারের সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি জানান, শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে সেবা ও শিক্ষা নিশ্চিত করা এবং ফ্ল্যাট নির্মাণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
পদত্যাগের কারণ জানতে চাইলে স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যোগদানের ইচ্ছা নেই। পড়ালেখা অসমাপ্ত থাকায় এবং উচ্চশিক্ষা নেওয়ার লক্ষ্যে সিইও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই পদে অনেক দায়িত্ব পালন করতে হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ শিক্ষার্থী তাহির জামান পিও’র মা সামসিয়ারা জামান, চিফ ফাইন্যান্স সেক্রেটারি আহসান হাবিব, লিগ্যাল অ্যাডভাইজার মুস্তাফিজুর রহমান, মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি ও নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী।