প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই সনদ ঘোষণার দাবিতে মঙ্গলবার (১ জুলাই) ইনকিলাব মঞ্চ ‘লাল মার্চ’ কর্মসূচি পালন করেছে। বিকেল ৪টায় শাহবাগ থেকে মিছিল শুরু হয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা করার জন্য ৩০ দিনের সময় নিয়েছিল, যা গত ২৫ জুন শেষ হয়েছে... যদি কোনো রাজনৈতিক দলের চাপে সনদ দিতে না পারে, তাহলে সেই দলগুলোর নাম প্রকাশ করা হোক। জনগণই তাদের চাপ দেবে।”
আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি বলেন, “আজ জুলাইয়ের ১ তারিখ, অভ্যুত্থানের এক বছর, কেন ঘোষণা দিতে পারেনি, তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি... যদি ইন্টেরিম সরকার না পারে, তাহলে এই মাসের মধ্যেই তারা গণভোট দিয়ে দেখুক, জনগণ পারে কিনা।”
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে দ্রুত সনদ ঘোষণার আহ্বান জানান।