
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাইয়ের আত্মত্যাগের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে মুক্ত করা, অথচ আজ বাংলাদেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হচ্ছে। অবাধ নির্বাচন নিয়ে চলছে গড়িমসি।”
রোববার (৮ জুন) রাজধানীর নয়া পল্টনে জাতীয়তাবাদী রিকশা ও ভ্যান শ্রমিক দলের আয়োজনে খাবার বিতরণ অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “রোজার ঈদের ঠিক পরেই প্রচণ্ড গরম, ঝড়-বৃষ্টি আর পরীক্ষার সময়— এমন অবস্থায় নির্বাচন করার প্রস্তাব একেবারেই অযৌক্তিক। রোজা রেখে মানুষ প্রচারণা চালাবে, নাকি ধর্মীয় আচার মেনে চলবে? জনগণ এটাকে অপরিণামদর্শী সিদ্ধান্ত বলেই মনে করছে।”
তিনি আরও বলেন, “নির্বাচন গণতন্ত্রের প্রধান মাধ্যম। সেখানে জনগণ যার পক্ষে ভোট দেবে, তাকেই বিজয়ী ঘোষণা করতে হবে। এটিই প্রকৃত নির্বাচন। এ জন্যই মানুষ আন্দোলন-সংগ্রাম করেছে।”
রিজভী প্রশ্ন তোলেন, “কোন চাপে বা পরামর্শে এই টানাহেঁচড়া চলছে? নির্বাচন যেন একটি অস্বাভাবিক টানাপড়েনের মধ্যে আছে, যা কাম্য নয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, ডা. জাহিদুল কবির প্রমুখ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক জহির রায়হান।

For all latest news, follow The Financial Express Google News channel.