Bangla
8 days ago

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার শপথ এনসিপির

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ন্যায়বিচার, সংস্কার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা রাজপথে নেমেছি। তিনি জানান, জুলাইয়ের শহীদদের আদর্শকে ধারণ করে আমরা অঙ্গীকার করছি—আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত ও সম্মানজনক।

আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শহীদ রুদ্র সেন ও এটিএম তুরাবসহ ১৭ জনের অধিক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই সিলেট। এখন সিলেটই হবে এনসিপির অন্যতম শক্ত ঘাঁটি—নতুন বাংলাদেশের অন্যতম স্তম্ভ।

তিনি আরও বলেন, সিলেট কেবল একটি জেলা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিসংগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থান পর্যন্ত সিলেট সাহসের সঙ্গে দেশের পক্ষে সংগ্রাম করেছে।

প্রবাসী সিলেটবাসীর অবদান তুলে ধরে তিনি বলেন, যাঁরা লন্ডনসহ বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তাঁদের শ্রম ও ঘামে দেশের অর্থনীতি টিকে আছে। আমরা চাই তাঁদের ভোটাধিকার ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের নিশ্চয়তা দিতে।

সমাবেশটি পরিচালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম সদস্য সচিব ডা. জায়েদুর রহমান, অর্পিতা শ্যামা দেব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ও আবু বাকের মজুমদার প্রমুখ। 

 

শেয়ার করুন