প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।
রোববার (২৯ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়, জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং অকটেন ১২২ টাকা দরে বিক্রি হবে।
গত মাসে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম সামান্য কমানো হলেও কেরোসিনের দাম ১০ টাকা বাড়ানো হয়। জুলাইয়ে তেলের সেই মূল্যই বহাল থাকছে।