Bangla
a year ago

কাল থেকে পুনরায় হাইকোর্টের কার্যক্রম শুরু হচ্ছে

বন্ধ থাকছে আপিল বিভাগ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামীকাল বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। তবে, আপিল বিভাগের কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। 

বিচারিক কার্যক্রম ও সুপ্রিম কোর্টের দপ্তরসমূহের কাজ সীমিত আকারে চলবে। প্রয়োজনে কোর্ট কিছু বিচারিক কার্যক্রম ভার্চ্যুয়ালি চালাতে পারবে। আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

আরেকটি বিজ্ঞপ্তিতে, চেম্বার আদালত ও আপিল বিভাগের বিষয়ে জানানো হয়। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম বন্ধ থাকছে। 

আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম আগামীকাল সুপ্রিম কোর্টের চেম্বার জজ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

শেয়ার করুন