Bangla
3 days ago

কানাইঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সিলেটের কানাইঘাটে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার গভীর রাতে কানাইঘাট সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামের ওই তরুণীকে ঘর থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

পরদিন বুধবার সকালে দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের কায়স্থগ্রামের একটি বালুচরে স্থানীয়রা মেয়েটিকে ছেঁড়া জামাকাপড় এবং অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, তিনজন ব্যক্তি তার সঙ্গে অমানবিক আচরণ করেছে।

ঘটনার পর ভুক্তভোগীর মা নুর জাহান নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ধারায় কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

ওসি আব্দুল আউয়ালের নির্দেশে এসআই খোকন চন্দ্র সরকার, এসআই শাহ আলম, এসআই শৈলেশ চন্দ্র দাস ও এএসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উমাগড় গ্রামের মৃত নিখিল দাসের ছেলে নোহা চালক শুভংকর দাস, কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের ছেলে ক্যারিকাভ চালক বাবুল আহমদ এবং চটিগ্রাম গ্রামের বাবুল মিয়ার ছেলে পিকআপ চালক ফাহাদ মিয়া।

ওসি আব্দুল আউয়াল জানান, বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে নোহা গাড়িতে তুলে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। মামলার পর ভুক্তভোগীর আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন