প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আদনান আল রাজীবের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ বাংলাদেশের চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে বিচারকদের রায়ে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করেছে এই সিনেমাটি।
এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেল।
শনিবার ফ্রান্সের কানে অবস্থিত উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে-তে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলি পরিচালক তৌফিক বারহোম-এর ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’। এই বিভাগের প্রধান বিচারক, জার্মান নির্মাতা মারেন আদে, মঞ্চে উঠে বাংলাদেশের ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার ঘোষণা দেন।
ঘোষণার সময় অতিথিদের মাঝে বসা আদনান আল রাজীব দাঁড়িয়ে পড়লে, পুরো হল করতালিতে তাকে অভিনন্দন জানায়।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি জানিয়ে রাজীব এক ফেসবুক পোস্টে লেখেন:
“এটা বাংলাদেশের জন্য।”এই অভাবনীয় অর্জনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেক অভিনেতা, নির্মাতা ও শিল্পীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।