Bangla
2 years ago

কারাগারে পাঠানোর আদেশের কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেলেন মাহিয়া মাহি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানোর আদেশের কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সৌদি আরব থেকে শনিবার সকালে দেশে ফেরার পরপরই তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল গাজীপুর মহানগর পুলিশ।

দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুরের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. ইকবাল হোসেন। তবে সন্ধ্যা ৬টার দিকে অন্তঃস্বত্বা এই চিত্রনায়িকার জামিনের আদেশ দেন একই বিচারক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আদালত পুলিশের কর্মকর্তা এসআই ফয়েজ আহমেদ শামীম চিত্রনায়িকা মাহির জামিন হওয়ার খবর নিশ্চিত করেন।

মাহির আইনজীবী আনোয়ার সাদত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ার সময় তারা জামিনের আবেদন করার সুযোগ না পেলেও পরে আদালত চলার মধ্যেই জামিনের আবেদন করা হয়। আদালত দুটি মামলায় জামিন মঞ্জুর করেছে। 

“জামিন আবেদনে আমরা বলেছি, তিনি (মাহি) মামলার কথা শুনেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে দেশে ফিরে আসেন।”

মাহি এখন গাজীপুর জেলা কারাগারে রয়েছেন। জামিন আদেশের অনুলিপি নিয়ে তার আইনজীবীরা কারাগারে গেছেন।

একদিন আগেই মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

পাশাপাশি জমি নিয়ে বিরোধের জেরে আরেকটি মামলা করেন মাহির স্বামী রকিবের প্রতিপক্ষরা।

শেয়ার করুন