Bangla
4 days ago

কাশ্মীর ইস্যুতে উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কাশ্মীর পরিস্থিতির জের ধরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ২৭-২৮ এপ্রিল তারিখে ইসাক দারের নির্ধারিত বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। তবে পরবর্তীতে দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় সফরটি স্থগিতের জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং উভয়পক্ষ সম্মত হলে শিগগিরই নতুন তারিখে সফর অনুষ্ঠিত হবে।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ সম্প্রতি ঢাকা সফর করেন। সেই সফরের সময় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ইসাক দারের সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছিল। সফর ঘিরে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক খাতে একাধিক সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতিও চলছিল।

শেয়ার করুন