প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের কাশ্মীর অঞ্চলে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্দেহভাজন জঙ্গিরা গুলি চালিয়ে অন্তত পাঁচজন পর্যটককে হত্যা করেছে এবং আরও আটজনকে আহত করেছে বলে এক পুলিশ সূত্র রয়টার্সকে জানিয়েছে। প্রায় এক বছরের মধ্যে এটি এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে বড় হামলা।
মুসলিম-অধ্যুষিত মনোরম অঞ্চলের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পাহেলগামে এই হামলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি সহিংসতা কিছুটা কমে আসায় এই এলাকায় হাজার হাজার গ্রীষ্মকালীন পর্যটক ভিড় জমাচ্ছিলেন।
আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্মকর্তা।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, "মৃত্যুর সংখ্যা এখনও নির্ধারিত হয়নি, তাই আমি তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে চাই না। তবে এটাই সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিকদের ওপর সবচেয়ে বড় হামলা।"
একটি অল্প পরিচিত জঙ্গি সংগঠন "কাশ্মীর রেজিস্ট্যান্স" এই হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, গত কয়েক বছরে প্রায় ৮৫ হাজার "বহিরাগত" মানুষকে কাশ্মীরে বসবাসের অধিকার দেওয়া হয়েছে।
তাদের বার্তায় বলা হয়েছে, "ফলে যারা অবৈধভাবে এখানে বসতি স্থাপন করতে চায়, তাদেরই লক্ষ্য করে সহিংসতা চালানো হবে।"
রয়টার্স স্বাধীনভাবে এই বার্তার উৎস যাচাই করতে পারেনি।
জম্মু ও কাশ্মীরের স্থানীয় সরকার এই মাসে আইনসভায় জানিয়েছে, গত দুই বছরে প্রায় ৮৪ হাজার ভারতীয় বহিরাগতকে কাশ্মীরে বাসস্থান অধিকার (ডোমিসাইল) দেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লিখেছেন, "এই ঘৃণ্য ঘটনার পেছনে যারা আছে, তাদের শাস্তি দেওয়া হবে... কাউকে ছাড় দেওয়া হবে না! তাদের নিকৃষ্ট পরিকল্পনা কোনোদিনই সফল হবে না।সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও দৃঢ় হবে।" শিরোনাম দাও