প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারত সরকার বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে পাকিস্তানের গুলিতে ১৩ জন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। এর আগে, ভারতের হামলার পর পরিস্থিতি কামান হামলায় পরিণত হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি নয়াদিল্লি থেকে জানিয়েছে, নিহত সবাই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা। আহতদের বেশিরভাগও ওই শহরের বাসিন্দা।
ভারতীয় সেনাবাহিনী আরও জানায়, পাকিস্তানের গোলাবর্ষণের সময় বুধবার পুঞ্চে একজন সৈন্য নিহত হয়েছেন, ফলে ভারতের দিক থেকে মোট মৃতের সংখ্যা এখন ১৪ জন।