প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে নয়, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন খালেদা জিয়া।
সোমবার লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা ফেরার সূচিতে এ কারণে কিছুটা বদল আসবে।
শনিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য দেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে তখন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশটির আমির।
চার মাস লন্ডনে কাটিয়ে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের।
মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা আশা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সোমবার কাতারের একটি বিশেষ বিমানে যেটা আমরা আশা করছিলাম যে বিমানে (এয়ার অ্যাম্বুলেন্সে) অর্থাৎ কাতারের রয়েল অ্যাম্বুলেন্স তিনি লন্ডনে গিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটে দেশে ফিরে আসবেন।