প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে কাতার পৌঁছেছেন। তিনি সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি কাতারে অবতরণ করেন। সেখানে কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে স্বাগত জানান এবং লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সফরকে ঘিরে ২১ এপ্রিল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. ইউনূস ২২ ও ২৩ এপ্রিল কাতারে অনুষ্ঠেয় একটি আর্থিক সম্মেলনে অংশ নেবেন। কাতারের রাজ পরিবার এ সম্মেলনের আয়োজক। এ সফরে প্রধান উপদেষ্টার কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ এবং কাতারের আমিরের সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।