Bangla
8 days ago

খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস-এর গোলাগুলি, চারজন নিহত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি দুর্গম এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস (সন্তু লারমা) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে অন্তত চারজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

শনিবার (২৬ জুলাই) ভোররাতে দীঘিনালার নারাইছড়ি ইউনিয়নের সিন্ধুকরবাড়ি পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, "এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এখনো নিশ্চিতভাবে হতাহতের বিষয়টি বলা যাচ্ছে না।" তিনি জানান, দুর্গম অবস্থানের কারণে শনিবার সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর তারা পেয়েছেন, তবে এখনো কোনো হতাহতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, "শুক্রবার রাতে এলাকায় কিছু ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে হতাহতের যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয়।" 

প্রসঙ্গত, এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী এখনও পুরোপুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেনি। 

শেয়ার করুন