প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে সিলেট ও ঢাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। প্রায় ১০ ঘণ্টা আকাশপথ অতিক্রম করে সোমবার (৫ মে) সকাল ৯টা ৫ মিনিটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখান এক ঘণ্টার বিরতির পর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ৫০ মিনিটে পৌঁছাবে।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা ও সিলেট বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী জানিয়েছেন, হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহ পরান (রহ.)-এর পুণ্যভূমি সিলেটের মাটি স্পর্শ করতে যাচ্ছেন আমাদের নেত্রী। নেত্রীর সঙ্গে আমাদের দেখা হওয়া নির্ভর করছে তার অনুমতির ওপর। তবে সিলেটে তার আগমন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অত্যন্ত আনন্দের সঞ্চার করেছে।
তারা আরও জানিয়েছেন, এই খুশির মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের বিমানবন্দরের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করে নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।