প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সিরাজগঞ্জের এনায়েতপুরে এসএসসি পরীক্ষার সময় খাতা দেখতে না দেওয়াকে কেন্দ্র করে সহপাঠীদের মারধরে আহত ইমন হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জের খুকনী ইউনিয়নের আটারদাগ গ্রামের এমদাদুল মোল্লার ছেলে ইমন খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
পরিবার জানায়, ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কয়েকজন সহপাঠী ইমনের খাতা দেখতে চেয়েছিল। সে রাজি না হওয়ায় পরদিন ১৮ এপ্রিল বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়ায় ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। এতে তার মাথার বাম পাশের খুলি ভেঙে যায়। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় নেওয়া হয়।
আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে ইমন গত শুক্রবার সকালে মারা যায়।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাটি বেলকুচি থানার আওতায় হওয়ায় মামলা সেখানেই হবে।
বেলকুচি থানার ওসি জাকেরিয়া ইসলাম বলেন, নিহতের পরিবার থানায় এসেছে, মামলা প্রক্রিয়াধীন।