Bangla
9 days ago

কক্সবাজার সমুদ্রে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজারে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে তার ক্যাম্পাসের দুই বন্ধু।

মঙ্গলবার সকালে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে। মৃত কে এম সাদমান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার মিরপুরে। সাবাবের দুই নিখোঁজ বন্ধু হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ।

কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বলেন, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নেমেছিলেন তারা। স্রোতে তিনজন তলিয়ে যায়।

“একজনের লাশ ভেসে আসলেও দুইজন নিখোঁজ রয়েছেন। মৃতের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান।

“ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছে, আসছে’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।"

রিয়াদ বলেন, “কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। অন্য দুইজনকে পাওয়া যাচ্ছে না।” 

শেয়ার করুন