Bangla
3 days ago

কক্সবাজারে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৯

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজারের বাকঁখালী নদী মোহনায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব৷

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে  সদরের নাজিরারটেক এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম ) আ. ম. ফারুক। 

তিনি জানান, মাদকের বড় চালান আসার গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রলারকে আটক করা হয়। উক্ত ট্রলারের তেলের ড্রামের ভিতরে সুকৌশলে লুকায়িত অবস্থায় চার লক্ষ ষাট হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয় । পরবর্তীতে  ট্রলারটিকে ফিশারীঘাট এলাকায় নিয়ে আসা হয়। 

এঘটনায় আটকরা হলেন, পৌরসভার পেশকার পাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়া বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মোঃ আবু তাহের (৪২) ঈদগাঁও বোলায়খালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে  মোঃ ফিরোজ (৩৮), ঈদগাঁও  দক্ষিন মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মোঃ মোস্তাক আহাম্মদ (৪০), কক্সবাজার সদরের লাহারপাড়া, বাসটার্মিনাল এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মোঃ নবী হোসেন (৩৮), চকরিয়া ডুলাহাজারা ডুমখালী এলাকার আব্দুল মতলবের ছেলে মোঃ শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের হ্নীলা লেচুপ্রাং এলাকার মৃত মোঃ মিরাজের ছেলে  মোঃ সেলিম (৬৮), কক্সবাজার সদরের বাসটার্মিনাল এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে  জাফর আলম (৬৩) এবং চকরিয়া খুটাখালী এলাকার মৃত গফুর গাজীর ছেলে  আবুল কালাম কালু (৭০)।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মোঃ বোরহান উদ্দিন, তার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে  মাদকদ্রব্য পাচার করে আসছে। আটককৃত মাদক পাচারকারী এবং এই চক্রের মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

শেয়ার করুন