Bangla
10 hours ago

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজারের পেকুয়ায় পৃথক দুর্ঘটনায় কৃষক ও একজন হাফেজের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলাধীন পশ্চিম নন্দীরপাড়া ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম নন্দীরপাড়া এলাকায় বাড়ির চারপাশে গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত নেজাম উদ্দিন মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয় বাসিন্দা আইয়ুব জানান, ‘দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন গাছে ওঠে ঢালপালা কাটছিলেন। একটি গাছের ঢাল কাটার পর অন্য গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ নামিয়ে আনেন।

স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, নেজাম উদ্দিন শান্ত, ভদ্র এবং পরিশ্রমী কৃষক ছিলেন। গাছ কাটতে গিয়ে এমন মর্মান্তিকভাবে তিনি মারা গেলেন।

অন্যদিকে, একইদিন সন্ধ্যা ৬টার দিকে সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা রাস্তামাথা এলাকায় অটোরিকশা উল্টে চাপা পড়ে হাফেজ সাইফুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি সাবেক গুলদি সরকারিঘোনা এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে হাফেজ সাইফুর রহমান পরিবার নিয়ে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বানৌজা সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে তাকে চাপা দেন। গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

tahjibulanam18@gmail.com

শেয়ার করুন