Bangla
2 days ago

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হয়েছেন। এর প্রেক্ষিতে প্যারাসেইলিং সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কক্সবাজারের দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। ওই পর্যটক দম্পতি দুই পা এবং কোমরে আঘাত পেয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, ‘দুপুরে দরিয়ানগর পয়েন্টে ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং নিয়ম অমান্য করে একসঙ্গে দুজন নিয়ে প্যারাসেইলিং করা হয়। এ সময় ছিটকে গিয়ে দুজন আহত হন।’

তিনি আরও বলেন, আমরা প্যারাসেইলিং পরিচালনার মালামাল জব্দ করেছি। তবে মালিক ও কর্মীরা পালিয়ে গেছেন। কক্সবাজারে প্যারাসেইলিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারীরা ওই দম্পতিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তারা এখন কোথায় আছেন, তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি। কক্সবাজারের সব হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

tahjibulanam18@gmail.com 

শেয়ার করুন