Bangla
10 days ago

'কমপ্লিট শাটডাউন' ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে: এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ এবং সব পক্ষের অংশগ্রহণে রাজস্ব খাতে পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ঘোষণা অনুযায়ী, আগামীকাল রোববার (২৯ জুন) দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে 'কমপ্লিট শাটডাউন' ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি চলবে।

শনিবার (২৮ জুন) দুপুরে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। 

এর আগে, সকাল থেকেই আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এনবিআরের প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে কাজ বন্ধ রাখেন এবং রাজধানীর এনবিআর ভবনের সামনে জড়ো হন।

এদিকে এই পরিস্থিতি নিয়ে ঢাকার এক হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ কোনোভাবেই কাম্য নয়। তারা আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানান।

ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, ব্যবসায়ীদের এমন মন্তব্য হতাশাজনক। তিনি অভিযোগ করেন, একটি ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে পরিচিত একজন আমলার (এনবিআর চেয়ারম্যান) অপসারণের দাবিকে উপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, এনবিআর সংস্কারের দাবি শুধু কর্মকর্তা-কর্মচারীদের নয়, বরং সার্বিক জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও জানান, ২৯ জুনও লাগাতার শাটডাউন চলবে এবং ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। 

শেয়ার করুন