
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম ও একজন ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের সকলেই ষাটোর্ধ্ব ছিলেন। এর মধ্যে একজন পুরুষ, দুজন নারী।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জনে এবং মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে। চলতি বছর করোনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.