Bangla
2 days ago

কুমিল্লায় বজ্রপাতে ২ স্কুল ছাত্রসহ ৪ জন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় আজ বজ্রপাতে চারজন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে দুইজন স্কুল ছাত্রও রয়েছে।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। 

বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগাছা গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত হয়। তারা বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। নিহত ছাত্ররা হলেন ফাহাদ হোসেন (১৩) ও সায়মন হোসেন (১৩)। স্থানীয়রা জানান, শিশুরা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল, হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয় এবং চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মুরাদনগরের পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুইজন মারা যান। নিহতরা হলেন নিখিল দেবনাথ (৬৪) এবং জুয়েল ভুঁইয়া (৩০)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে, তবে তারা ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ কর্মকর্তারা এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

শেয়ার করুন