প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কুড়িগ্রামে ৩১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মো. বজলার রহমান।
নাশকতাবিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম সদর থেকে ৭ জন, রাজারহাট ২ জন, উলিপুর ৩ জন, নাগেশ্বরী ১ জন, ফুলবাড়ী ৪ জন, ভূরুঙ্গামারী ৫ জন, চিলমারী ২ জন, রাজিবপুর ২ জন, রৌমারী ১ জন, কচাকাটা ও ঢুষমারা থেকে ২ জন করে গ্রেপ্তার করা হয়েছে।