প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে।
এরআগে ২০১৬ সালে ১০১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আব্দুল হককে সভাপতি ও রহমত আলী রাব্বানকে সদস্যসচিব করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।
৪ আগস্ট পর মিরপুর বিএনপি দুটি গ্রুপ বালি ঘাট দখল ও সরকারি সার পরিবহন, তামাক কোম্পানীতে লোক নিয়োগকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষে লিপ্ত হয়। যার কারণে ১৫ জন বিএনপিকর্মী আহত হয়। উভয় গ্রুপ থানায় মামলা দায়ের করেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মিরপুর উপজেলা বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।