প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় হালকা বৃষ্টির সময় ভুট্টা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. করিম ইসলাম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন কৃষক আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার বাউড়া ইউনিয়নের শফিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত করিম ইসলাম ওই এলাকার কপিল উদ্দীনের ছেলে।
বাউড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন ইসলাম জানান, করিম ইসলামসহ কয়েকজন কৃষক ভুট্টা তুলছিলেন। এসময় হালকা বৃষ্টি শুরু হলেও তারা মাঠেই কাজ করতে থাকেন।
হঠাৎ বজ্রপাত হলে দুজন কৃষক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক করিম ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর কৃষক চিকিৎসাধীন রয়েছেন।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।