প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকটি গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত হয় বলে বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।
তিনি জানান, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, সরকার গঠন সংক্রান্ত বিএনপির রূপরেখা এবং নির্বাচনে জয়ী হলে দলটি কেমন বাংলাদেশ গড়তে চায়, সেসব বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবীর বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপি এবং আগামীর নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
এছাড়াও, চলতি বছরের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন তারেক রহমান।