
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

মাদারীপুরের শিবচরে দুটি স্থানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ মে) সকালে কুতুবপুর ও শেখপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কুতুবপুরের ইমন মোড়ল (১৮) এবং শেখপুরের আয়নাল হক (৫২)। স্থানীয়রা জানান, কুতুবপুর বাজারের একটি ফার্নিচারের দোকানে ইমনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। অন্যদিকে, শেখপুরের একটি বাগানে গাছে ঝুলে থাকা অবস্থায় আয়নালের মরদেহ পাওয়া যায়।
শিবচর থানার ওসি জানান, ঘটনাগুলো আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.