মাধ্যমিকে ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা, মূল্যায়নের ভিত্তিতে ৩০ নম্বর: এনসিটিবি
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মাধ্যমিক পর্যায়ে এই শ্রেণীগুলোতে তিন ঘন্টার ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা হবে। শিখনকালীন মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হবে বাকি ৩০ নম্বর।
পরীক্ষা পদ্ধতিতে বদল এলেও কারিকুলাম একইরকম থাকছে। নতুন কারিকুলামের বইয়ের ওপর এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
বুধবার (১১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশিকা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
‘২০২৪ সালের শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা' নামে নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকদের দ্বারা শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন।
তবে কোনোক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন শিক্ষকরা।
মূল্যায়ণ পদ্ধতিতেও পরিবর্তন এনেছে এনসিটিবি। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি বা গ্রেড পয়েন্ট নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। নির্দেশিকায় এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে এনসিটিবি।