Bangla
2 days ago

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ মামলায় আদালতে দ্বিতীয় দিনের স্বাক্ষ্যগ্রহণ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মাগুরায় ৮ বছর বয়সী ধর্ষণ ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। সোমবার (২৮ এপ্রিল) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে ৩, ৪, ৫নং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয়। 

গতকাল রোববার প্রথম দিনে সাক্ষ্য নেওয়া হয় মামলার বাদীসহ দুজনের। একই আদালত আগামীকাল ১০ জনের সাক্ষ্যগ্রহণ করবেন বলে জানা গেছে।

এর আগে, গত ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 

উল্লেখ্য, মাগুরায় বোনের শশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। ৬ মার্চ শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। পরে, ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।  

শেয়ার করুন