Bangla
8 days ago

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ শনিবার (১৭ মে)। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেবেন।

১৩ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। টানা ১২ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আসামির ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হয়েছে।

গত ৬ মার্চ মাগুরা শহরে ঘটেছিল এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলাকালে ১৩ মার্চ শিশুটি মারা যায়। দেশজুড়ে ঘটনাটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

শেয়ার করুন