Bangla
2 days ago

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে, গত অক্টোবরে ড. ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। এবার সেই সফরের প্রতিতোড় হিসেবে মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে ড. ইউনূসের। পাশাপাশি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে।

সফরে ড. ইউনূসের সঙ্গে রয়েছেন পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টারা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত।

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে এ সফরে। সম্ভাব্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা এবং একটি যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের বিষয়।

শেয়ার করুন