মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
মানি লন্ডারিং মামলায় বাংলাদেশ স্টাডি অ্যাব্রড (বিএসবি) গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
আদালতে হাজিরের সময় প্রতারণার শিকার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। তাকে ঘিরে কিল, ঘুষি, লাথি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
সিআইডির দায়ের করা গুলশান থানার মামলায় জানানো হয়, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার বিদেশে পাঠানোর কথা বলে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও কাউকে পাঠানো হয়নি, টাকা ফেরতও দেওয়া হয়নি।
রিমান্ড শুনানিতে বাদীপক্ষের আইনজীবী জানান, বাশার শিক্ষাক্ষেত্রকে ব্যবসা বানিয়ে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করেছেন। রাষ্ট্রপক্ষও ১০ দিনের রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
শুনানির সময় বিচারক খায়রুল বাশারকে একাধিক প্রশ্ন করলে তিনি অধিকাংশের উত্তর দেননি। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (১৪ জুলাই) দুপুরে তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি।