প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
একাধিক মামলায় আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে তাকে আদালতে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
তিনি জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত বছরের ২৫ অক্টোবর মো. মজনু মোল্লা নামের একজন বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। গত ২৯ অক্টোবর এ মামলার বাদী হন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
মামলাগুলোর শুনানি আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩-এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন মমতাজ বেগম। রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় এবং সেখান থেকে আজ মানিকগঞ্জে আদালতে তোলা হয়।