Bangla
8 days ago

মানুষ মনে করে আমি গেলেও ভোট হবে, না গেলেও হবে: সিইসি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, "এটি একটি আধুনিক হুমকি। যেকোনো কিছু দেখলেই তাই শেয়ার করা ঠিক নয়। একটু যাচাই-বাছাই করে শেয়ার করা উচিত।" 

সিইসি আরও জানান, সোশ্যাল মিডিয়াতে ছড়ানো ভুল তথ্যের বিরুদ্ধে মিডিয়ার সহযোগিতা প্রয়োজন। 

শনিবার (২৬ জুলাই) খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনের প্রধান বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। 

বিশেষভাবে তিনি উল্লেখ করেন, "সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে মানুষকে ভোটকেন্দ্রমুখী করা। তারা মনে করে আমি গেলেও ভোট হবে, না গেলেও হবে।" 

সিইসি বলেন, কমিশন কোনো রাতের ভোট করতে চায় না, বরং দিনের ভোট করতে চায়। 

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে সকলকে নির্দেশ দিয়েছেন।

সভায় খুলনা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বেনজীর আহম্মেদসহ উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন