Bangla
2 days ago

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো: মিসৌরি ও কেনটাকিতে ২১ জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

যুক্তরাষ্ট্রের কেনটাকি ও মিসৌরিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে আঘাত হানা ঝড়ে রাজ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, মিসৌরি কর্তৃপক্ষ সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

কেনটাকির লরেল কাউন্টিতে টর্নেডোর আঘাতে বহু মানুষ আহত হন এবং অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানানো হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ জন রুট।

মিসৌরির সেন্ট লুইসে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে শহরের মেয়র কারা স্পেনসার জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের শহর আজ শোকাহত। বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে— পরিস্থিতি ভয়াবহ।” এছাড়া, সেন্ট লুইসের দক্ষিণে স্কট কাউন্টিতে আরেকটি টর্নেডোর আঘাতে আরও দুজনের মৃত্যু হয়।

শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই ভয়াবহ আবহাওয়া উইসকনসিনেও প্রভাব ফেলেছে। সেখানে গ্রেট লেক অঞ্চলের হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। একই সময়ে টেক্সাসে অতিরিক্ত গরম ও দাবদাহ দেখা দিচ্ছে, যার জন্য আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন