প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চলতি মে মাসেও প্রবাসী আয় বা রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি ডলার, যা টাকায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১১৫৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের ১৮ মে’র প্রতিবেদন অনুযায়ী, এই রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৯ কোটি ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ১৫ কোটির বেশি, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটির বেশি এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৩১ লাখ ডলার।
গত মার্চে দেশে রেমিট্যান্স আসে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। টানা ৯ মাস ধরে প্রতিমাসে দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স আসছে। মে মাসেও তিন বিলিয়নের বেশি আসার সম্ভাবনা রয়েছে।