Bangla
8 months ago

মেজর সিনহা হত্যা মামলায় হস্তক্ষেপের সুযোগ নেই: ড. আসিফ নজরুল

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মেজর সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতে হস্তক্ষেপ করার সুযোগ নেই উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, তারা আদালতের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল। 

তিনি সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

উপদেষ্টা আরও বলেন, মেজর সিনহা হত্যা একটি পাশবিক ঘটনা, যার দ্রুত বিচার হওয়া উচিত। তবে মামলাটি হাইকোর্টের এখতিয়ারাধীন, তাই এর বিচার কবে হবে তা আদালতই নির্ধারণ করবে বলে জানান তিনি। 

কাউকে দোষী সাব্যস্ত করার আগে যথাযথভাবে তদন্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

আওয়ামী লীগের আমলে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের বিষয়ে প্রশ্নের উত্তরে ড. আসিফ নজরুল বলেন, "আমরা সেই সরকারের ধারক নই, আমাদের সরকারের নীতি হচ্ছে উচ্চ আদালতের স্বাধীনতায় পূর্ণ শ্রদ্ধা।" 

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গে তিনি বলেন, "আমি বলেছিলাম সপ্তম কার্যদিবসের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলাম। এটা নিম্ন আদালতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে। আমার মনে হয় না খুব একটা ব্যত্যয় হবে।" 

দ্রুত একটা রায় পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

শেয়ার করুন