প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ঈদুল আজহা উপলক্ষে মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না—হাইকোর্টের এই আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
২১ মে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত সিটি করপোরেশনের আবেদন খারিজ করে দেন।
এর আগে ৪ মে হাইকোর্ট আফতাবনগরেও হাট বসানোর কার্যক্রম স্থগিত করেছিলেন। ফলে এ বছর দুই এলাকাতেই গরুর হাট বসবে না।