মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ভোট গণনা শুরু, মহারাষ্ট্রে এনডিএ ও ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট এগিয়ে
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতে লোকসভা নির্বাচনের ছয় মাস পর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ (২৩ নভেম্বর) গণনা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে মহারাষ্ট্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়ান্স (এনডিএ) বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে আছে।
আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হওয়ার পর দুপুর ১২টা নাগাদ মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে এনডিএ জোট ২১৬টি আসনে এগিয়ে রয়েছে, আর মহা বিকাশ আঘাদি (এমভিএ) ৫৯ আসনে এগিয়ে আছে। ঝাড়খণ্ডের ৮১টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট ৪৯টি আসনে এবং এনডিএ ৩০টি আসনে এগিয়ে রয়েছে।
মহারাষ্ট্রে প্রধান লড়াইটি চলছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর 'মহাজুটি' এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর 'মহাবিকাশ আঘাড়ী'র মধ্যে। ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র বিরুদ্ধে লড়াই করছে ক্ষমতাসীন জেএনএম-কংগ্রেস-আরজেডি-সিপিআইএমএল (লিবারেশন)-এর 'মহাগঠবন্ধ'।
এছাড়া আজ ভারতের ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা আসনের এবং দুটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা চলছে।